জলবায়ু পরিবর্তন মোকাবেলায়-কুয়াকাটায় যুব র‍্যালি ও মানববন্ধন

প্রথম পাতা » কুয়াকাটা » জলবায়ু পরিবর্তন মোকাবেলায়-কুয়াকাটায় যুব র‍্যালি ও মানববন্ধন
শুক্রবার ● ২৪ সেপ্টেম্বর ২০২১


কুয়াকাটায় যুব র‍্যালি ও মানববন্ধন

কুয়াকাটা সাগরকন্যা অফিস॥

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যুব র‍্যালি ও মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় কুয়াকাটা সমুদ্র সৈকতে আভাস ও একশন এইড এর সহযোগিতায় কলাপাড়া উপজেলার ইয়ুথ ক্লাবের সদস্যরা “গাছ লাগাই পরিবেশ বাঁচাই” এই স্লোগানকে সামনে রেখে মানববন্ধনের আয়োজন করেন।

অনুষ্টানে উপস্থিত প্রধান অতিথি হিসাবে ছিলেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন’র সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক, এছাড়াও আভাস ও ইয়ুথ ক্লাবের সদস্যরা।

মানববন্ধনে বক্তারা পরিবেশ রক্ষায় সকলের সহযোগিতা চেয়ে পরিত্যক্ত জায়গায় বেশী বেশী গাছ লাগানোর প্রতি জোর দিতে বলেন।

অন্ষ্ঠুানে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন’র সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক বলেন, আমাদের পরিবেশ ধ্বংসের পথে তাই আমাদের পরিবেশ রক্ষা করতে হলে অবশ্যই গাছ লাগাতে ও প্লাস্টিক বর্জন করতে হবে।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৩৬:১৯ ● ৩১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ