আমতলীতে নদীতে জাল দেয়ার সংঘর্ষে আহত-৪

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে নদীতে জাল দেয়ার সংঘর্ষে আহত-৪
বৃহস্পতিবার ● ২৩ সেপ্টেম্বর ২০২১


 আমতলীতে নদীতে জাল দেয়ার সংঘর্ষে আহত-৪

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

পায়রা নদীতে অবৈধ চরগড়া জাল ফেলাকে কেন্দ্র করে দু’গ্রুপ জেলেদের সংঘর্ষে ৪জেলে আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার বৈঠাকাটা গ্রামে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে।
জানাগেছে, আমতলী উপজেলার বৈঠাকাটা গ্রামের শিপন হাওলাদার ও কবির হাওলাদারের মধ্যে পায়রা নদীতে অবৈধ চরগড়া জাল ফেলা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়। গুরুতর আহত কবির ও শিপনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান দুজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
আহত করিব হাওলাদারের মা রাবেয়া বেগম বলেন, আমার ছেলে কবির পায়রা নদীতে চরগরা জাল ফেলে। ওই জাল শিপন তুলে ফেলে দেয়। এর প্রতিবাদ করলে আমার ছেলেকে কোদাল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে।
আহত শিপন হাওলাদার কবিরকে মারধরের কথা অস্বীকার করে বলেন, কবির পায়রা নদীর আমার স্থানে জাল ফেলে। এ নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায় আমাকে মারধর করেছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, আহত দু’জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন. খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে।  অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২০:২১:৩৬ ● ৩০৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ