পটুয়াখালীতে মুক্তিযুদ্ধ ভাস্কর্য উন্মোচন

প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে মুক্তিযুদ্ধ ভাস্কর্য উন্মোচন
মঙ্গলবার ● ২১ সেপ্টেম্বর ২০২১


পটুয়াখালীতে মুক্তিযুদ্ধ ভাস্কর্য উন্মোচন

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুক্তিযোদ্ধাদের স্মরণে পটুয়াখালীতে একটি মুক্তিযুদ্ধ ভাস্কর্য উন্মোচন করা হয়েছে। শহরের পৌর শহরের শেখ রাসেল শিশুপার্ক প্রাঙ্গণে র্নিমাণ করেছে পটুয়াখালী জেলা পুরষদ। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এ ভাস্কর্যটি উন্মোচন করেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন। এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী শাহ মোহাম্মদ রফিকুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

জেলা পরিষদ চেয়ারম্যান জানান, মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষন ও নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস স্মরন করিয়ে দেয়ার জন্য জেলার আট উপজেলায় আটটি মুক্তিযুদ্ধ ভাস্কর্য নির্মানের উদ্যেগ নেয়া হয়েছে। পর্যায়ক্রমে সকল উপজেলায় ভাস্কর্য নির্মান কাজ বাস্তবায়িত হবে। এর মাধ্যমে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের স্মরন করবে।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:০০:১৫ ● ৬৬১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ