নেছারাবাদে কিশোর-কিশোরীক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে কিশোর-কিশোরীক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ
মঙ্গলবার ● ২১ সেপ্টেম্বর ২০২১


নেছারাবাদে কিশোর-কিশোরীক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালনাধীন কিশোর কিশোরী ক্লাবে সাস্কৃতিক উপকরণ, ক্রীড়া সামগ্রী ও মনোহারী দ্রব্যাদী এবং জেন্ডার প্রোমোটরের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত ওই বিতরণ অনুষ্ঠানে উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১১ টি ক্লাবে হারমোনিয়াম, তবলা,বাই সাইকেল, ক্যারামবোর্ডসহ ১৪ ধরনের সামগ্রী বিতরণ করা হয়। ইউএনও মো. মোশারেফ হোসেন ওই সকল ক্লাব স্থাপিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ক্লাব প্রশিক্ষকের হাতে সামগ্রীগুলো তুলে দেন। এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাৎ জাহান, সাংবাদিক হযরত আলী হিরু ও মিজানুর রহমানসহ ক্লাব সংশিষ্টগন এবং মহিলা বিষয়ক অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২০:২৫:৪৪ ● ৩৫৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ