দশমিনায় মাছের পোনা অবমুক্ত করণ

প্রথম পাতা » পটুয়াখালী » দশমিনায় মাছের পোনা অবমুক্ত করণ
সোমবার ● ২০ সেপ্টেম্বর ২০২১


দশমিনায় মাছের পোনা অবমুক্ত করণ

দশমিনা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দশমিনায় ২০২১-২২ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় উপজেলায় বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি, খাস খাল ও প্রতিষ্ঠানিক পুকুরে মাছের উৎপাদন ও বৃদ্ধির লক্ষে দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে সোমবার (২০ সেপ্টেম্বর) শেষ বিকালে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন জাতের ২শ’ ৯০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা সাজু এমপি, উপজেলা নির্বাহী অফিসার মো. আল আমিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল আজিজ মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি নাসির উদ্দিন পালোয়ান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহাবুব আলম তালুকাদার, থানা ওসি মোঃ জসীম উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আরিফ হোসেন সবুজ মহল্লাদার ও সম্পাদক হাসান সেরনিয়াবাদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রদান প্রধানগন।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন জলাশয়ে দেশীয় মাছের চাষ বাড়াতে এ কার্যক্রম চলছে।

 

 

এসবি/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪০:২১ ● ৫৮১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ