চরফ্যাশনে হত্যা মামলার আসামী টুটুল গ্রেফতার

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে হত্যা মামলার আসামী টুটুল গ্রেফতার
রবিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২১


চরফ্যাশনে হত্যা মামলার আসামী টুটুল গ্রেফতার

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশনে নীলকমল মিরাজ(২৪) হত্যার মামলার এক বছর ৫মাস পার খায়রুজ্জামান টুটুল(৪০)কে আটক করেছে সিআইডি। টুটুল নীলকলম ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন লিখনের ভাই। রবিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সিআইডির এস আই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ভোলা বাসস্ট্যান্ড থেকে আটক করা হয়।
মামলা ও বাদী সূত্রে জানা গেছে, ২৭ মে/২০ তারিখ বিকাল ৫টায় ঘোষেরহাট স্কুলমাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে মিরাজকে মারধর করা হয়। মিরাজ ঢাকায় চিকিৎসারত অবস্থায় মারা যায়। এই ঘটনায় মিরাজের মা মুক্তিযোদ্ধার সন্তান নুরন্নাহার বেগম বাদী হয়ে দুলারহাট থানায় চরযমুনা গ্রামের ছালাউদ্দিনের ছেলে এমরান(২২), নীলকমল ইউপির সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন এর ভাই খায়রুজ্জামান টুটল(৪০)সহ ৯জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। উক্ত মামলায় টুটুলকে দুলারহাট থানা পুলিশ আটক করলেও অজ্ঞাত কারণে পুলিশ তাকে ছেড়ে দেয়। মামলার বাদী নুরনাহার বেগম দুলারহাট থানাপুলিশের উপর আস্তা হারিয়ে মামলাটি সিআইডির কাছে তদন্তের জন্যে আবেদন করেন। মামলা সিআইডি দীর্ঘ এক বছর যাবৎ তদন্ত করেন।
সিআইডির এস আই মিজানুর রহমান ফোর্স নিয়ে ভোলা বাসষ্ট্যান্ড থেকে টুটুলকে আটক করেছে। সিআইডির এস আই বলেন, তাকে আটক করা হয়েছে রবিবার দুপুর ১২টায়। নুরনাহার বেগমের ছেলের ঘটনায় তাকে আটক করা হয়েছে।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪৫:১৬ ● ২৮৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ