আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবস কুয়াকাটা সৈকতে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

প্রথম পাতা » কুয়াকাটা » আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবস কুয়াকাটা সৈকতে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা
শনিবার ● ১৮ সেপ্টেম্বর ২০২১


---

কুয়াকাটা সাগরকন্যা অফিস॥
‘সাগর বাঁচলে বাঁচবে পৃথিবী’ এই প্রতিপাদ্য নিয়ে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ‘আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবস ২০২১’ পালিত হয়েছে। শনিবার সকাল ১১টায় পটুয়াখালী মৎস্য অধিদপ্তর এবং ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের আয়োজনে সৈকতের পরিচ্ছন্নতায় র‌্যালী, তিন কিঃমিঃ সৈকতে ম্যারাথন দৌড় এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এসব কর্মসূচীতে স্থানীয় সুশীল সমাজ, সাংবাদিক, ট্যুরিস্ট পুলিশ ও পর্যটকরা অংশগ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিনা পারভীন সিমা, ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক যথাক্রমে মিজানুর রহমান, জাহাঙ্গির, হাসনাইন পারভেজ ও ওয়ার্ল্ডফিস বাংলাদেশের ইকোফিস-২ প্রকল্পের সহকারী গবেষক সাগরিকা স্মৃতি এবং কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব প্রমূখ। সব শেষে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ী তিনজনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের ইকোফিস-২ প্রকল্পের সহকারী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, সাগর দূষণ রোধ ও সমুদ্র সৈকত এবং উপকূলীয় নদ-নদীর পরিবেশ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করবো। সেই উদ্যোগে স্থানীয় প্রসাশনসহ সর্বস্তরের মানুষ এবং পর্যটকদের নিয়ে বিভিন্ন কর্মসূচীতে আন্তর্জাতিক উপকূল দিবস পালন করেছি। আশা করছি আমরা সফল হবো।

বাংলাদেশ সময়: ১৭:৪৬:৩২ ● ১০৮৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ