বীর মুক্তিযোদ্ধার তালিকা যাচাই-বাছাই- নাজিরপুরে সাক্ষাৎকারের পরদিন চিঠি বিলি!

প্রথম পাতা » পিরোজপুর » বীর মুক্তিযোদ্ধার তালিকা যাচাই-বাছাই- নাজিরপুরে সাক্ষাৎকারের পরদিন চিঠি বিলি!
বৃহস্পতিবার ● ১৬ সেপ্টেম্বর ২০২১


নাজিরপুরে সাক্ষাৎকারের পরদিন চিঠি বিলি!

নাজিরপুর(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নাজিরপুরে বীর মুক্তিযোদ্ধার নতুন তালিকা যাচাই-বাছাইয়ের নির্ধারিত তারিখের পরের দিন চিঠি পাওয়ায় সাক্ষাৎকার দিতে পারলেন না বীর মুক্তিযোদ্ধা আনছার আলী। এ নিয়ে তিনি এখন চরম হতাশা প্রকাশ করছেন।
ওই মুক্তিযোদ্ধাকে জামুকা’র দেয়া চিঠির মাধ্যমে জানা গেছে, ওই বীর মুক্তিযোদ্ধাকে  মুক্তিযোদ্ধা হিসাবে গেজেটভুক্তি ও সনদ প্রাপ্তির লক্ষ্যে তার আবেদন পুন: যাচাইয়ের জন্য গত ১২ সেপ্টেম্বর সকাল ৯টায় বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে তার একটি সাক্ষাৎকার নেয়ার জন্য তারিখ নির্ধারন করা হয়। কিন্তু  তার নির্ধারিত তারিখের পরের দিনের (১৩ সেপ্টেম্বর) সিল মোহরকৃত পোষ্ট অফিসের একটি চিঠি তার হাতে আসে। ওই বীর মুক্তিযোদ্ধা জানান, তার সাক্ষাৎকারের তারিখ ১২ সেপ্টেম্বর সকালে থাকলেও তিনি ১৪ সেপ্টেম্বর রাতে এর সাক্ষাৎকারের চিঠি হাতে পান।   তিনি আরো জানান, এর আগে ২০১৪ সালে বীল মুক্তিযোদ্ধার তালিকা ভুক্তির জন্য আবেদন করলে ওই সময়ের ইউএনও মৃনাল কান্দি দে তার কাছে ২ লাখ টাকা ঘুষ দাবী করেন। ওই টাকা দিতে না পারায় তার নাম তালিকা ভুক্তি হয় নি। তাকে দেয়া ওই চিঠিতে দেখা গেছে ওই বীর মুক্তিযোদ্ধার  নাম  মো. আনছার আলীর পরিবর্তে মো. আছার আলী লেখা হয়েছে। তিনি উপজেলার তারাবুনিয়া গ্রামের মৃত শেখ মো. ছবেরদ্দিন এর ছেলে। এ ব্যাপারে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিফ জানান, এমন সাক্ষাৎকারের কোন বিষয় আমাকে  জানানো  হয় নি। উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর বরিশাল বিভাগের বাদ পরা মুক্তিযোদ্ধাদেরকে গেজেটভুক্তি করতে বরিশাল সার্কিট হাউজে একটি সাক্ষাৎকারের জন্য চিঠির মাধ্যমে ডাকা হয়।

এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২০:১০:১৫ ● ২৫৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ