পটুয়াখালীর লোহালিয়া নদীতে দেশীয় মাছের পোনা অবমুক্ত

প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীর লোহালিয়া নদীতে দেশীয় মাছের পোনা অবমুক্ত
বুধবার ● ১৫ সেপ্টেম্বর ২০২১


পটুয়াখালীর লোহালিয়া নদীতে দেশীয় মাছের পোনা অবমুক্ত

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

দেশে মাছের উৎপাদন বৃদ্ধি এবং উৎপাদন ও আহরনের ভারসাম্য রক্ষায় পটুয়াখালীর লাউকাঠী এবং লোহালিয়া নদীতে দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির, জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন মাহমুদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মু. মাহফুজুর রহমানসহ মৎস্য বিভাগ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পটুয়াখালী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মু. মাহফুজুর রহমান জানান, সদর উপজেলার লোহালিয়া, লাউকাঠী নদীসহ মোট ৩০ টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে এ বছর রাজস্ব খাতের আওতায় মোট ৪৫৫ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা মাছ অবমুক্ত করা হচ্ছে।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:০৯:০১ ● ১০৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ