হাজারো প্রানোচ্ছাসে পটুয়াখালীতে শুরু হয়েছে শ্রেণিকক্ষে পাঠদান

প্রথম পাতা » পটুয়াখালী » হাজারো প্রানোচ্ছাসে পটুয়াখালীতে শুরু হয়েছে শ্রেণিকক্ষে পাঠদান
রবিবার ● ১২ সেপ্টেম্বর ২০২১


 

---

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

দেড় বছর পর হাজারো প্রানোচ্ছাসে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পটুয়াখালীতে শুরম্ন হয়েছে। জেলায় ১হাজার ১শ’ ১ টি প্রাথমিক, ২৯৮টি মাধ্যমিক, ৩৬টি উচ্চ মাধ্যমিক, ২৮৪টি মাদ্রাসায় এ পাঠদান শুরম্ন হয়েছে। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিড়্গার্থীদের শ্রেনী কড়্গে অনুষ্ঠানিক পাঠদান কার্যক্রম। রবিবার সকাল থেকেই জেলার সকল প্রাথমিক,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় শতভাগ শিড়্গার্থীদের আগমনে মুখরিত হয়ে ওঠে নিস্প্রান শিড়্গা প্রতিষ্ঠান। বিদ্যালয়ে আসা শিড়্গক ও শিড়্গার্থীসহ কর্মচারীদের মাঝে এক উৎসবের আমেজ লড়্গ করা গেছে। স্বাস’্যবিধি মেনেই এসব প্রতিষ্ঠানের শ্রেনী কড়্গে শুরম্ন হয়েছে পাঠদান। শিড়্গা প্রতিষ্ঠানে আসা অধিকাংশ শিড়্গার্থী মাক্যবহার করছে। শ্রেনী কড়্গে প্রবেশের আগে হ্যান্ড স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত জীবানুমুক্ত করছে। অনেক প্রতিষ্ঠানে পরিমাপক দিয়ে শিড়্গার্থীদের শরীরের তাপমাত্রা পরিমাপ করা। জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিড়্গা কর্মকর্তারা জানান, প্রাথমিক পর্যায়ে আজ তৃতীয় ও পঞ্চম শ্রেনীর পাঠদান শুরম্ন হয়েছে। বাকি শ্রেনীতে সপ্তাহে একদিন পাঠদান হবে। এদিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পিএসসি, এসএসসি ও এইচএসসি পরিড়্গার্থীর সপ্তাহের ৬ দিন পাঠদান চলবে। ষষ্ঠ থেকে নবম পর্যনত্ম প্রত্যেক শ্রেনীতে সপ্তাহে একদিন পাঠদান চলবে।

বাংলাদেশ সময়: ২০:২৪:২২ ● ২৬৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ