লঘুচাপে সাগর উত্তাল দুই সহাস্রাধিক মাছধরা ট্রলার নিরাপদ আশ্রয়ে

প্রথম পাতা » কুয়াকাটা » লঘুচাপে সাগর উত্তাল দুই সহাস্রাধিক মাছধরা ট্রলার নিরাপদ আশ্রয়ে
সোমবার ● ৬ সেপ্টেম্বর ২০২১


 

বৈরী আবহাওয়ায় মহিপুর মৎস্য বন্দরে আশ্রয় নেওয়া মাছধরা ট্রলার।

কুয়াকাটা সাগরকন্যা অফিস॥

লঘুচাপ ও অমাবস্যার প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। ফলে দীর্ঘদিন পর জেলেদের জালে ইলিশের দেখা মিলছিল, কিন্তু তিন নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত থাকায় দুই সহস্রাধিক মাছধরা ট্রলার নিরাপদ আশ্রয় ফিরেছে আলীপুর-মহিপুর মৎস্য বন্দরে। এদিকে, সোমবার স্বাভাবিক জোয়ার অপেক্ষা ৩/৪ ফুট পানি বৃদ্ধি পাওয়ায় সৈকতের বিভিন্ন স্থাপনায় জোয়ারের উত্তাল ঢেউ আছড়ে পড়ছে বলে স্থানীয়দের দাবি। রবিবার রাত থেকে সাগর উত্তাল থাকায় কুয়াকাটার মৎস্যবন্দর আলীপুর ও মহিপুরের খাপড়াভাঙ্গা নদীতে এসব মাছধরা ট্রলার জড়ো হয়। গত এক সপ্তাহ ধরে স্থানীয় ছোট ট্রলারের জেলেদের জালে তেমন ইলিশের দেখা মিলছিল না। বড় ট্রলারের জালে কিছু ইলিশ ধরাপড়ার মধ্যে বৈরী আবহাওয়া মরার উপড় খারার ঘাঁ হয়ে দাঁড়িয়েছে বলে চিন্তিত জেলেরা জানিয়েছেন। সাগর থেকে ফিরে আসা জেলেরা জানায়, অস্বাভাবিক ঢেউয়ের তোড়ে টিকতে না পারায় সম্পদ ও জীবন রক্ষার জন্য মাছ শিকার বন্ধ রেখে তীরে ফিরতে বাধ্য হয়েছেন তারা। ইতোমধ্যে উপকূলের কয়েক হাজার মাছধরা ট্রলার আন্ধারমানিক, রাবনাবাদ, সোনাতলা নদীসহ বিভিন্ন নদ-নদীতেও আশ্রয় নেওয়ার খবর পাওয়া গেছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানাগেছে, লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠেছে। পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

 

বাংলাদেশ সময়: ২১:৪৩:৪৪ ● ৩২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ