ফুলবাড়ীতে ফার্মেসী ব্যবসায়িকে জরিমানা

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ফুলবাড়ীতে ফার্মেসী ব্যবসায়িকে জরিমানা
বৃহস্পতিবার ● ২ সেপ্টেম্বর ২০২১


ফুলবাড়ীতে ফার্মেসী ব্যবসায়িকে জরিমানা

ফুলবাড়ী (দিনাজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

দিনাজপুরের ফুলবাড়ীতে ফিজিসিয়ান সেম্পল, মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি এবং মজুদের অপরাধে তিন বোন ফার্মেসীর স্বত্বাধিকারিকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুর ১ টায় গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিন বলেন, ফিজিসিয়ান স্যাম্পল ও মেয়াদ উত্তীর্ণ ঔষুধ মজুদ এবং বিক্রয়ের অপরাধে ঔষধ আইনের ১৯৪০ এর ২৭ ধারা অনুযায়ী তিন বোন ফার্মেসীর সত্বাধীকারী আতাউর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং মেয়াদ উর্ত্তীর্ণ ও ফিজিসিয়ান স্যাম্পল ঔষধ জব্দ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতায় ছিলেন দিনাজপুর ঔষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক এসএম সুলতানুল আরেফিন, উচ্চমান সহকারী সাইফুল ইসলাম কাজি, বেঞ্চ সহকারী রুবেল ইসলাম, ফুলবাড়ী থানা পুলিশ ও আনছার সদস্যগণ।


এএইচসি/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৫:৩৩ ● ৩৫৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ