নাজিরপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রথম পাতা » পিরোজপুর » নাজিরপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
বুধবার ● ১ সেপ্টেম্বর ২০২১


নাজিরপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নাজিরপুর(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নাজিরপুরে ৩’শত ৯ পিচ ইয়াবাসহ মো. নয়ন চৌধুরী (২৩) নামের এক যুবকে আটক করেছেন র‌্যাব। বুধবার (০১ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। আটকৃত নয়ন চৌধুরী উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী গ্রামের মৃত জাহাঙ্গির হোসেন চৌধুরীর ছেলে। এ ঘটনায় র‌্যাব-৮ এর ডিএডি (সার্কেল এ্যাডজুট্যান্ট) মো. নুর ইসলাম বাদী হয়ে  ৩ জনের নামে মাদক আইনে মামলা দায়ের করেছেন। ওই দিন দুপুরে আটককৃতকে থানা পুলিশের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
দায়ের হওয়া মামলা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৩১ আগস্ট) সন্ধ্যায় র‌্যাব-৮ এর একটি দল টহল কালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম ছোট বুইচাকাঠী  গ্রামের কুদিরবাড়ি সংলগ্ন ব্রিজের উপরে বসে আটককৃত নয়নসহ উপজেলার চৌঠাইমহল গ্রামের মৃত সুলতান শেখের ছেলে নাজমুল শেখ (৪০) ও তার সহোদর মো. ফাইজুল শেখ মাদক বেচা-কেনা করছিলেন বলে জানতে পারেন। এ সময় সেখানে অভিযান চালিয়ে নয়ক চৌধুরীকে মাদক সহ গ্রেফতার করা হলেও বাকী দুই জন দৌড়ে পালিয়ে যায়। থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আশ্রাফুজ্জামান জানান, আটককৃতকে  থানায় সোপর্দ করা হয়েছে এবং ৩ জনের নামে মাদক আইনে মামলা দায়ের হয়েছে।

এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪৩:৫২ ● ৬৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ