ফুলবাড়ীতে বিএনপি’র ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ফুলবাড়ীতে বিএনপি’র ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বুধবার ● ১ সেপ্টেম্বর ২০২১


ফুলবাড়ীতে বিএনপি’র ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফুলবাড়ী (দিনাজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

সারাদেশের ন্যায় দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপি’র ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পালন করা হয়েছে।

বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় ফুলবাড়ী উপজেলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদৎ আলী শাহাজুল এর নেতৃত্বে পৌর শহরের বাজার থেকে এক বিশাল বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে সকাল ১১টায় দলীয় কার্যালয়ে পৌর বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন ফুলবাড়ী পৌর যুবদলের সদস্য সচিব মোঃ মানিক মন্ডল, সাবেক ছাত্র নেতা মোঃ মুরতুজা হক অস্টিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহবায়ক আলামিন সরকার পাপ্পু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর আলম নুরউল্লাহ্, পৌর সহ-সভাপতি মোস্তাহারুল হাসান রিপন, ফুলবাড়ী প্রচার দলের সভাপতি সাজ্জাদ  হোসেন সাজু, ফুলবাড়ী পৌর যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম জুয়েল, পৌর ছাত্রদলের আহবায়ক মোনাস সরকার, পৌর ছাত্রদলের সদস্য সচিব আবুল কাশেম পাপ্পু, উপজেলা ছাত্রদলের আহবায়ক জিয়াবুর রহমান, উপজেলা প্রচার দলের সাধারণ সম্পাদক শাহাজাহান, পৌর প্রচার দলের সভাপতি কায়ছার আহমেদ, সাধারণ সম্পাদক শিপন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে আয়োজনে ছিলেন ফুলবাড়ী উপজেলা পৌর বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, প্রচার দল ও  পৌর যুবদল। এ সময় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


এএইচসি/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৮:০৭ ● ৩২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ