বাগেরহাটে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রথম পাতা » খুলনা » বাগেরহাটে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বুধবার ● ১ সেপ্টেম্বর ২০২১


বাগেরহাটে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাট সাগরকন্যা প্রতিনিধি॥

দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বাগেরহাটে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বাগেরহাট সদর ও পৌর বিএনপির আয়োজনে বুধবার (১ সেপ্টেম্বর) সকালে শহরের সরুইস্থ বিএনপির কার্যালয়ে এ আলোচনা সাভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাড. ওয়াহিদুজ্জামান দিপু। এছাড়া আলোচনা সভায়, ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, মহিলাদলসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র মহাসচিব তারেক রহমানের শারীরিক সুস্থতা কামনায় দোয়া-মোনাজাত করা হয়।

এএইচবি/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৫১:৪২ ● ৪২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ