শ্যামলীতে পোশাক শ্রমিকদের রাস্তা অবরোধ
প্রথম পাতা »
আবহাওয়া »
শ্যামলীতে পোশাক শ্রমিকদের রাস্তা অবরোধ
বুধবার ● ১৬ জানুয়ারী ২০১৯
ঢাকা সাগরকন্যা অফিস॥
রাজধানীর আদাবরে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ দেখিয়েছে। বুধবার সকালে ডায়ানামিক ফ্যাশন নামের কারাখানাটির কিছু শ্রমিক রিং রোডের শম্পা মার্কেটের সামনে অবস্থান নেয়। বিভিন্ন দাবিতে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত তাদের বিক্ষোভে ওই সড়কে যান চলাচল কিছুটা বিঘ্নিত হয়। পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ওয়াহিদুল ইসলাম বলেন, তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের পর চলে গেছে। পোশাক শিল্পে নূন্যতম মজুরি কাঠামোর অসঙ্গতি নিয়ে গত কয়েকদিন ধরে ঢাকা নগরী এবং সাভার ও আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ হয়। বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষও বাঁধে। পরে রোববার সরকার মজুরি কাঠামো সংশোধন করে। এরপরও শ্রমিকদের বিক্ষোভ চলতে থাকলে মালিকপক্ষ কারখানা বন্ধ করে দেওয়ার পাশাপাশি কাজে যোগ না দিলে বেতন দেওয়া হবে না বলে ঘোষণা দেয়। এরপর থেকে ধীরে ধীরে স্তিমিত হতে থাকে শ্রমিক বিক্ষোভ। তবে সোমবারও আশুলিয়ার কয়েকটি কারখানার শ্রমিকরা রাস্তা অবরোধের চেষ্টা করলে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিএনপি মহাসচিবের শোক: মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রখ্যাত সাংবাদিক আমানুল্লাহ কবীরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে তার ভূমিকা ছিল প্রশংসনীয়। তার লেখনি ছিল সমসময়ই সত্য ও ন্যায়ের পক্ষে। তার সততা, নিষ্ঠা ও কর্তৃত্ববোধ সর্বজনস্বীকৃত ও প্রশ্নাতীত। সাংবাদিকতায় তার অবদান অনিস্বীকার্য। গণমাধ্যমের স্বাধীনতা হরণের এই দুঃসময়ে তার মৃত্যু গণতন্ত্রকামী মানুষের হৃদয়ে গভীর বেদনার সৃষ্টি করেছে। তার শূণ্যতা সহজে পূরণ হবার নয়। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান বিএনপি মহাসচিব। কামাল হোসেনের শোক: সাংবাদিক আমানুল্লাহ কবীরের মৃত্যুতে শোক জানিয়েছেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। এক বিবৃতিতে তিনি বলেন. এই গুণী সাংবাদিক নেতার মৃত্যুতে দেশ ও সাংবাদিক সমাজের অপূরণীয় ক্ষতি হয়েছে। প্রয়াত আমানুল্লাহ কবীরের রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান কামাল হোসেন।
এফএন/এনইউবি
বাংলাদেশ সময়: ১৩:২২:১৫ ●
৫৮১ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)