গলাচিপায় ছয় শতাধিক শিক্ষক গ্রেড জটিলতায়

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় ছয় শতাধিক শিক্ষক গ্রেড জটিলতায়
শনিবার ● ২৮ আগস্ট ২০২১


 

প্রতীকী ছবি

গলাচিপা সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কেল-১৩ তম গ্রেড্রের নির্ধারিত বেতন পাচ্ছেন না ৬৪৬ জন শিক্ষক। সরকারি কর্মচারীদের বেতন ভাতা দেওয়ার জন্য নির্ধারিত সফটওয়্যার ‘আইবাস প্লাস প্লাস’ সিস্টেমে ১৩ তম গ্রেডে বেতন নির্ধারণ সংক্রান্ত বিষয়টি সংযোজন করা হয়েছে। তবুও উপজেলায় ৬৪৬ জন শিক্ষক এই গ্রেড থেকে বঞ্চিত হচ্ছেন বলে জানা গেছে। ফলে ওই শিক্ষকরা হতাশায় দিন পার করছেন। সককারী শিক্ষকদের দাবী সমস্যা সমাধানে সরকার দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সহকারী শিক্ষক জানান, উপজেলা হিসাবরক্ষণ অফিসের অবহেলার কারণে ১৩ তম গ্রেড ঘোষণার দেড় বছর পার হলেও এখনও ওই গ্রেডে বেতন পাচ্ছেন না তারা। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রিন্টু কুমার বলেন, আমাদের উপজেলায় সহকারী শিক্ষকেরা এখনও ১৩ তম গ্রেডের আওতায় আসতে পারে নি। এখনও অনেক কাজ বাকি রয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মীর মো. রেজাউল ইসলাম বলেন, গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে সহকারী শিক্ষকদের কাগজ প্রস্তুত করে উপজেলা হিসাবরক্ষন অফিসে জমা দিয়েছি। সব ফাইল এখন তাদের হাতে। হিসাবরক্ষণ কর্মকর্তারা কাজ করছেন। সব কাজ চলমান রয়েছে। অতি শীঘ্রই বিষয়টির সমাধান হবে। উপজেলা হিসাবরক্ষন কর্মকর্তা আহসান কবির বলেন, আমাদের জনবল সংকট রয়েছে। এক একটি ফরম নিয়ে কাজ করতে অনেক সময় লেগে যায়। কাজ চলমান আছে আশা করি শীঘ্রই হয়ে যাবে।

 

বাংলাদেশ সময়: ২৩:০০:৪৫ ● ৩৬৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ