কাউখালীতে ক্ষুদ্র পল্লী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে ক্ষুদ্র পল্লী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ
শুক্রবার ● ২৭ আগস্ট ২০২১


কাউখালীতে ক্ষুদ্র পল্লী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীতে করোনা মহামারিতে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র পল্লী উদ্যোক্তাদের মাঝে সহজ শর্তে প্রণোদনা ‘এসএমই’ ঋণ বিতরণ করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)।শুক্রবার (২৭ আগস্ট) সকালে বিআরডিবি মিলনায়তনে প্রথম ধাপে ক্ষতিগ্রস্ত ২০ জন পল্লী উদ্যোক্তার মাঝে ৩১ লাখ টাকার এই ঋণ প্রদান করা হয়।
‘এসেছে পল্লীর শুভ দিন, বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ’ এই স্লোগানকে সামনে রেখে ক্ষুদ্র পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা ঋণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউখালী  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.খালেদা খাতুন রেখা। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নমিতা রাণী মন্ডল,ইউপি চেয়ারম্যান মো.জাহাঙ্গীর হোসেন. ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান. উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হারুন আর রশীদ খান উপস্থিত ছিলেন।
এ সময় প্রথম পর্যায়ে  উপজেলার ক্ষতিগ্রস্থ ২০ জনকে ৪ শতাংশ সরল সেবামূল্যে দুই বছর মেয়াদে (ছয় মাস গ্রেস পিরিয়ডসহ) এ  ঋণ বিতরণ করা হয়।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:০৬:৩১ ● ৮৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ