নেত্রকোনায় ডোবা থেকে ওষুধ ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রথম পাতা » রাজশাহী » নেত্রকোনায় ডোবা থেকে ওষুধ ব্যবসায়ীর লাশ উদ্ধার
শনিবার ● ১৯ জানুয়ারী ২০১৯


---

নেত্রকোনা সাগরকন্যা প্রতিনিধি॥
নেত্রকোনা সদর উপজেলায় ডোবা থেকে হাদিস মিয়া (৪৮) নামের এক ওষুধ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে সদর উপজেলার বাংলা ইউনিয়নের দিঘলা চাতলকোনা বাজারের পাশে ডোবা থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। নিহত হাদিস মিয়া জেলা সদরের বাংলা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মৃত আবদুল আলীর ছেলে। তিনি দিঘলা চাতলকোনা বাজারে মাজেদা ফার্মেসি নামের একটি ওষুধের দোকানের মালিক। এ ঘটনায় জড়িত সন্দেহে দিঘলা গ্রামের সামছু মেম্বার, লালন, মজিদ, রুবেল ও বজলুর রশিদ নামের পাঁচজনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত হাদিস মিয়া শুক্রবার রাতে ফার্মেসিতেই ঘুমিয়ে পড়েন। এরপর গভীর রাতে কোনো একসময় কে বা কারা তাঁকে মেরে ধানক্ষেতের পাশের ডোবায় ফেলে রাখে। শনিবার সকালে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ সকাল ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফখরুজ্জামান জুয়েল জানান, নিহতের মাথায় এবং গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। হত্যার কারণ উদঘাটনে চেষ্টা চলছে।

এফএন/এনইউবি

বাংলাদেশ সময়: ১৪:৩৮:১২ ● ৫৪২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ