নাজিরপুরে স্কুলভবন অপসারণে বিধি লঙ্ঘণের অভিযোগ

প্রথম পাতা » পিরোজপুর » নাজিরপুরে স্কুলভবন অপসারণে বিধি লঙ্ঘণের অভিযোগ
মঙ্গলবার ● ২৪ আগস্ট ২০২১


নাজিরপুরে স্কুলভবন অপসারণে বিধি লঙ্ঘণের অভিযোগ

নাজিরপুর (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৩০নং বৈঠাকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনটি সরকারী নিয়মনীতি উপেক্ষা করে টেন্ডার বিহীন ভেঙ্গে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
সরোজমিন ঘুরে এলাকাবাসী ও উক্ত স্থানে নতুন ভবন র্নিমানকারী ঠিকাদারের পক্ষে কাজের দায়িত্বে থাকা আশীষ সিকদারের মাধ্যমে জানা যায়, উপজেলা প্রকৌশলীর মৌখিক নির্দ্দেশে নতুন ভবনের র্নিমান কাজ বাস্তবায়ন করার স্বার্থে তারা বিদ্যালয়ের পুরাতন ভবন ভেঙ্গে মালামাল বিদ্যালয় ক্যাম্পাসে গচ্ছিত রেখেছে। এছাড়া বিদ্যালয়টির চারতলা ভবন নিমার্নের জন্য গত কয়েক বছর আগের র্নিমিত দুই কক্ষ বিশিষ্ট একতলা ভবনের একটি কক্ষ ভেঙ্গে ওই স্থানে র্নিমান কাজ চালিয়ে যাচ্ছে। খোঁজ নিয়ে জানা যায়, কর্তৃপক্ষ একতলা ভবনটি বিধিমোতাবেক পরিত্যক্ত না করলেও ঠিকাদারী প্রতিষ্ঠান ভবনটি ভেঙ্গে ফেলেছে। এ ব্যপারে বিদ্যালয়ের এসএমসি কমিটির সভাপতি জেনিফা আফরোজ মিতু ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল কবিরম বলেন, উপজেলা এলজিইডি প্রকৌশলী লিখিত কোন নির্দ্দেশনা না দিলেও ঠিকাদারী প্রতিষ্ঠান প্রকৌশলীর মৌখিক নির্দ্দেশে ভবন ভেঙ্গেছে বলে তিনি জানতে পায়। উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন জানান, পুরাতন বিদ্যালয় ভবন নিলাম দেয়ার দায়িত্ব উপজেলা শিক্ষা অফিসের, আমাদের নয়। উপজেলা শিক্ষা অফিসার মো. আবুল বাশার জানান, নতুন ভবন র্নিমান কাজের জন্য পুরাতন ভবন ওখানে ভেঙ্গে রাখা হয়েছে। ইঞ্জিনিয়ার সাহেব ইস্টিমেট করে দিলে উপজেলা র্নিবাহী কর্মকতার্ নিলামের প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। পিরোজপুর জেলা প্রাথমিক অফিসার মো. জেছের আলী জানান, উপজেলা পর্যায়ে যেসকল কর্মকতা রয়েছে তারা যদি সরকারী বিধিমোতাবেক কাজ না করে, তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৩৪:৩০ ● ২৬৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ