আমতলীতে বাল্য বিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময়

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে বাল্য বিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময়
মঙ্গলবার ● ২৪ আগস্ট ২০২১


বক্তব্য রাখছেন এনএসএস’ নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না।

আমতলী সাগরকন্যা প্রতিনিধি॥
বাল্য বিয়ে, শিশু প্রতি সহিংসতা বন্ধ ও যৌন হয়রানী রোধে আমতলীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বে-সরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিষণ বাংলাদেশ ও এনএসএস’র যৌথ আয়োজনে সাংবাদিক ও শিশুদের নিয়ে এ মতবিনিময় সভা হয়।
বে-সরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিষণ বাংলাদেশ এরিয়া ম্যানেজার উত্তর দাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এনএসএস’ নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না। ওয়ার্ল্ড ভিষণের প্রোগ্রাম অফিসার তানজিরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, সম্পাদক মো. জয়নাল আবেদীন, প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম বাদল, সাধারণ সম্পাদক সৈয়দ নুহু উল আলম নবীন, প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন, একেএম খায়রুল বাশার বুলবুল, সাংবাদিক মোঃ হোসাইন আলী কাজী, ইকবাল আহম্মেদ তালুকদার, আব্দুল্লাহ আল মোমেন নিজাম, এইচএম কাওসার মাদবর, মহসিন মাদবর, মোঃ মনিরুল ইসলাম,  নাসরিন শিপু, আব্দুর রহমান প্রমুখ। সভায় ১৫ জন সাংবাদিক ও ৩ জন সামাজিক যোগাযোগ মাধ্যম কর্মী ও শিশু সংগঠনের ৩ শিশু অংশগ্রহন করে। সভায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, যৌন হয়রানি ও বাল্য বিবাহ বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবী জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৪:২১:২৯ ● ২৫৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ