কাউখালীতে ওষুধের দোকানে জরিমানা

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে ওষুধের দোকানে জরিমানা
বৃহস্পতিবার ● ১৯ আগস্ট ২০২১


কাউখালীতে ওষুধের দোকানে জরিমানা

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীতে তিনটি ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার কারণে ১৪ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৯ আগষ্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক মো.শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলের কাউখালীর স্যানেটারী ইন্সপেক্টর ইলিয়াস হোসেনসহ কাউখালী খানার পুলিশের একটি টিম।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কাউখালীর হাসপাতাল রোডের  পারুল মেডিকেল হলের মালিক মাসুদুর রহমানকে ছয় হাজার টাকা,ভাই ভাই মেডিকেল হলের মালিক কাওসার হোসেনকে ছয় হাজার টাকা, আব্দুল্লাহ ড্রাগ হাউজ ওষুধের দোকান মালিক মিঠুকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এই দোকানগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয় ও বিক্রয়ের প্রস্তাব দেয়ার অপরাধে  জরিমানা করা হয়।
অভিযানের তথ্যের সত্যতা নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক মো.শাহ শোয়াইব মিয়া বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৪:৪৬ ● ২৫৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ