কলাপাড়ায় শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে নেই স্থায়ী শহীদ মিনার

প্রথম পাতা » লিড নিউজ » কলাপাড়ায় শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে নেই স্থায়ী শহীদ মিনার
মঙ্গলবার ● ১৯ ফেব্রুয়ারী ২০১৯


কলাগাছের শহীদ মিনারই শেষ ভরসা
কলাপাড়া সাগরকন্যা অফিস ॥
কলাপাড়ায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে স্থায়ী শহীদ মিনার নেই। ফলে যথাযোগ্য মর্যাদায় মহান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস পালন করতে পারছেন না শিক্ষক-শিক্ষার্থীগণ। কলাগাছই এদের ভরসা। কলাগাছ কেটে গতানুগতিকভাবে অস্থায়ী শহীদ মিনার তৈরি করে দায়সারা গোছেরভাবে এ দিবসটি পালন করা হয়। কলাপাড়ায় কলেজ, মাধ্যমিক ও প্রাইমারি স্কুল ও মাদ্র্রাসা নিয়ে তিন শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। যার মধ্যে শতাধিক প্রতিষ্ঠানের নেই স্থায়ী শহীদ মিনার। ফলে এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২১ ফেব্রুয়ারি আসলেই দুএকদিন আগে তিনটি কলাগাছ দাঁড় করিয়ে অস্থায়ীভাবে শহীদ মিনার বানিয়ে পালন করেন ভাষা দিবস।

কলাপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আব্দুর রহীম জানান, দীর্ঘদিন পর স্থায়ীভাবে একটি ভাল শহীদ মিনার এবছর নির্মাণ করেছেন। যেখানে ভাব-গাম্ভীর্য পরিবেশে দিবসটি পালন করতে পারবেন। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ জানান, আর্থিক সঙ্কটের কারণে স্থায়ীভাবে শহীদ মিনার তৈরি করতে পারছেন না। তবে পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ জানালেন। এজন্য সরকারিভাবে বরাদ্দ দেয়ার দাবিও জানালেন শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

এমইউএম/কেএস

বাংলাদেশ সময়: ১৬:০২:৩৯ ● ৫৬১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ