কাউখালীতে দু’দিনব্যাপী মটরসাইকেল প্রশিক্ষণ

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে দু’দিনব্যাপী মটরসাইকেল প্রশিক্ষণ
বুধবার ● ১৮ আগস্ট ২০২১


কাউখালীতে দু’দিন ব্যাপী মটর সাইকেল প্রশিক্ষণ

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীতে বার্ষিক উন্নয়ন কর্মসুচীর আওতায় উপজেলা পরিষদের উদ্যোগে দুইদিন ব্যাপী মটর সাইকেল প্রশিক্ষনের আয়োজন করে। বুধবার (১৮ আগষ্ট) কাউখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স মিলনায়তনে প্রশিক্ষন কর্মসচীর আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছা.খালেদা খাতুন রেখার সভাপতিত্বে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষন প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি)জান্নাত আরা তিথি,পিরোজপুর বিআরটিএ’র সহকারি পরিচালক আতিকুল ইসলাম. কাউখালী থানার ওসি(তদন্ত) মো.রেজাউল করীম রাজিব,উপজেলা নির্বাচন অফিসার মো.মিজানুর রহমান.উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিএম সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন,ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন,ইউপি চেয়ারম্যান এলিজা সাইদ প্রমূখ।
প্রশিক্ষণ কর্মসূচিতে লাইসেন্স প্রক্রিয়া, লাইসেন্স কেন প্রয়োজন, নিরাপদ সড়ক আইন, ট্রাফিক ব্যবস্থাপনা, দুর্যোগ ব্যবস্থাপনাসহ ৪৫দিনের মধ্যে জন্মনিবন্ধন প্রয়োজন এইসব বিষয় নিয়ে প্রশিক্ষকগণ আলোচনা করছেন।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:১৮:৫৭ ● ২৫৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ