বিদ্যুৎ উপকেন্দ্র পরিদর্শনকালে এমপি মহিব ‘শিগগরই রাঙ্গাবালীর ঘরে ঘরে বিদ্যুতের আলো জ্বলবে’

প্রথম পাতা » পটুয়াখালী » বিদ্যুৎ উপকেন্দ্র পরিদর্শনকালে এমপি মহিব ‘শিগগরই রাঙ্গাবালীর ঘরে ঘরে বিদ্যুতের আলো জ্বলবে’
মঙ্গলবার ● ১৭ আগস্ট ২০২১


রাঙ্গাবালী বিদ্যুৎ উপকেন্দ্র পরিদর্শনকালে এমপি মহিব্বুর রহমান ও তার সাথে থাকা রাজনৈতিক নেতৃবৃন্দ।

রাঙ্গাবালী (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥
‘রাঙ্গাবালীবাসীর দীর্ঘদিনের স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। খুব শিগগরই ঘরে ঘরে বিদ্যুতের আলো জ্বলবে। আলোকিত হবে এখানকার মানুষ। এ কৃতিত্ব ১৬ কোটি মানুষের নেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার।’
উদ্বোধনের অপেক্ষায় থাকা পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা বিদ্যুৎ উপকেন্দ্রের (সাবস্টেশন) কাজ পরিদর্শনকালে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের এমপি মহিব্বুর রহমান মহিব এ কথা বলেছেন। সোমবার বিকেলে আয়োজিত এক সভায়  তিনি আরও বলেছেন, ‘সাবমেরিন ক্যাবলের মাধ্যমে নদীর তলদেশ দিয়ে এ উপজেলায় বিদ্যুৎ আসছে। বিদ্যুৎ চালু হলে এ অঞ্চলের মানুষ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা করি। এতে করে আধুনিক ও সমৃদ্ধ একটি উপজেলায় পরিণত হবে রাঙ্গাবালী।
এমপির বিদ্যুৎ উপকেন্দ্র পরিদর্শনকালে আয়োজিত সভায় অতিথি ছিলেন, এমপিপতœী কলাপাড়া মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা,  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান, রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এবং সদর ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন, চরমোন্তাজ ইউপি চেয়ারম্যান হানিফ মিয়া প্রমুখ। এছাড়া পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি আগস্ট মাসের মধ্যেই ১০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন রাঙ্গাবালী বিদ্যুৎ উপকেন্দ্র আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে কার্যক্রম চালু করার লক্ষ্যে কাজ চলছে বলে জানান পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি।

বাংলাদেশ সময়: ১৯:২৪:০৮ ● ৫৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ