পটুয়াখালীতে তিন হাজার জাতীয় পতাকা বিতরণ

প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে তিন হাজার জাতীয় পতাকা বিতরণ
শনিবার ● ১৪ আগস্ট ২০২১


জাতীয় পতাকা বিতরণ

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥
“রক্তে ভেজা পতাকার মান, রাখবো মোরা চির অম্লান” এই শ্লোগান নিয়ে পটুয়াখালীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষে সঠিক মাপ ও রং এর তিন হাজার জাতীয় পতাকা বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে এ পতাকা বিতরণ করা হয়। এসময় জেলার ৮টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এবং পটুয়াখালী পৌরসভা মেয়রের কাছে  সঠিক মাপ ও রংয়ের তিন হাজার জাতীয় পতাকা বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও পটুয়াখালী-১ আসনের সাংসদ এ্যাড.মো. শাহজাহান মিয়া এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ আসনের সাংসদ এসএম শাহজাদা এমপি, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ  কাজী কানিজ সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ, জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম শাহিন শাহ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক-সুশীল সমাজের নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ৯:৪০:৫০ ● ২৬০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ