পটুয়াখালীতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মানববন্ধন-সমাবেশ

প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মানববন্ধন-সমাবেশ
শনিবার ● ১৪ আগস্ট ২০২১


---

পটুয়াখালী সাগরকন্যা অফিস॥
খুলনার রুপসা উপজেলার শিয়ালী গ্রাম, পটুয়াখালী জেলার কলাপাড়া রাখাইন সম্প্রদায় ও পাখিমারা গ্রামসহ সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন, নিপীড়ন, লুটপাট, মন্দির ব্যবসা-প্রতিষ্ঠান ও বাড়ি-ঘরে হামলা এবং জমি জবর দখলের প্রতিবাদে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচী অনুষ্টিত হয়। কর্মসূচিতে সংখ্যালঘু সম্প্রদায়ের তিন শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করে।
জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যার্নাজী, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড, কমল দত্ত, সাধারণ সম্পাদক কাজল বরন দাস, কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ডা. জগনাথ পাল, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস,  ইসকন মন্দিরের সাধারণ সম্পাদক শগোবিন্দ দাস ব্রক্ষ্মচারী,  জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের মহিলা সভানেত্রী এ্যাড, বিভা রানী দাস প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩:২৯:৪০ ● ২৫৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ