ছাতকে যুবকের মৃত্যু; খুনের অভিযোগে জুয়াড়ি আটক

প্রথম পাতা » সর্বশেষ » ছাতকে যুবকের মৃত্যু; খুনের অভিযোগে জুয়াড়ি আটক
বৃহস্পতিবার ● ১২ আগস্ট ২০২১


প্রতীকী ছবি

মীর আমান মিয়া লুমান, (ছাতক) সুনামগঞ্জ থেকে॥
সুনামগঞ্জের ছাতক-লক্ষীভাউর বাজারে এক যুবককে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে জুয়ার আসর থেকে ফেরার পথে নজির আলী (৩৮) নামের এ যুবককে খুন করা হয় বলে দাবি তার পরিবারের। তিনি মির্জাপুর গ্রামের মৃত আসকর আলীর ছেলে। এ ঘটনায় বুধবার সকালে মাসুক মিয়া (৩৫) নামে এক জুয়াড়িকে আটক করেছে পুলিশ। সে মির্জাপুর গ্রামের বতু মিয়ার পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষীভাউর বাজারে মির্জাপুর গ্রামের আলাউদ্দিনের দো-তলা ঘরের উপর তলায় রাতে জুয়ার আসর বসে। দো-তলার ভাড়াটিয়া নোয়াগাও গ্রামের আমির আলী ও মির্জাপুর গ্রামের মাসুক মিয়ার নেতৃত্বে এখানে প্রায়ই জুয়ার আসর বসানো হয়। মঙ্গলবার রাতে জুয়ার আসর থেকে ফেরার সময় গুরুতর আহত হয় নজির আলী। বাজার পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি সদস্য সাদিক মিয়া, সাবেক ইউপি সদস্য মনির উদ্দিন জানান, শুনেছি রাতে দো-তলার সিড়ি থেকে পা ফসকে পড়ে গুরুতর আহত হয় নজির আলী। আবার নজির আলীর স্বজনসহ মির্জাপুর গ্রামের লায়েক মিয়া, মুক্তার আলী ও সরকুম আলী জানান, নজির আলীকে মোবাইল ফোনে লক্ষীভাউর বাজারে ডেকে নেয় মাসুক মিয়া। সেখানে আলাউদ্দিনের ঘরের দো-তলায় পাওনা টাকা নিয়ে মাসুক মিয়া ও নজির আলীর মধ্যে হাতাহাতি হলে এক পর্যায়ে সিড়ি থেকে ধাক্কা দিয়ে তাকে নীচে ফেলে দেয়া হয়। আহত নজির আলীকে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নজির আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তে ঘটনার মূল রহস্য বেরিয়ে আসবে।

বাংলাদেশ সময়: ৬:৩১:৫২ ● ৬৯২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ