নাজিরপুরে বিআরডিবি কর্মকর্তার দেশসেরা পুরস্কার লাভ

প্রথম পাতা » পিরোজপুর » নাজিরপুরে বিআরডিবি কর্মকর্তার দেশসেরা পুরস্কার লাভ
সোমবার ● ৯ আগস্ট ২০২১


নাজিরপুরে বিআরডিবি কর্মকর্তার দেশ সেরা পুরস্কার লাভ

নাজিরপুর(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

অফিসে শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানে দেশ সেরা হিসাবে পুরস্কৃত হয়েছেন পিরোজপুরের নাজিরপুর উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. মাসুম মিয়া। নিজ কার্যালয়ের কর্মচারীদের সহ আগতদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের স্বীকৃতি হিসাবে তিনি এ পুরস্কার পেয়েছেন।
জানা গেছে, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ‘পল্লী ভবন’ এর উদ্যোগে ২০১৭ সালে মন্ত্রিপারিষদ বিভাগের শুদ্ধাচার প্রদান নীতিমালা ও পরের বছর ২০১৮ সালের ১৩ মার্চ পুরস্কার প্রদান নীতিমালার একটি অফিস আদেশ  প্রদান  করা হয়। সে অনুযায়ী গত ২০২০ ও ২০২১ অর্থ বছরে সারা দেশে এর জন্য ৪৯ জনকে  নির্বাচিত করা হয়। ওই তালিকার সেরা দশ এর মধ্যে নাজিরপুর উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. মাসুম মিয়া নির্বাচিত হয়েছেন। তিনি  জেলার একমাত্র শুদ্ধাচার চর্চা ও এর জন্য উৎসাহিত কারী কর্মকর্তা হিসাবে বিবেচিত হয়েছেন। বিআরডিবি’র মহাপরিচালক সুপ্রিয় কুমার কুন্ডু স্বাক্ষরিত একটি অফিস আদেশের তালিকা থেকে এ তথ্য নিশ্চিত করেছেন নাজিরপুর উপজেলা বিআরডিবি কমৃকর্তা মো. মাসুম মিয়া ।

এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩০:৩৭ ● ২৪৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ