চরফ্যাশনের খালের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

প্রথম পাতা » ভোলা » চরফ্যাশনের খালের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
মঙ্গলবার ● ১৯ ফেব্রুয়ারী ২০১৯


চরফ্যাশন উপজেলার জিন্নগড় ইউনিয়নে খালের উপর এই ভাবে অবৈধ স্থাপনা গুলো গুড়িয়ে দেয়া হয়।
সাগরকন্যা চরফ্যাশন প্রতিনিধি ॥
চরফ্যাশন উপজেলার সদর জিন্নাগড় ইউনিয়নের ৮নং ওয়ার্ড হামিদপ্যাদা বাড়ীর সামনের খালের উপর অবৈধভাবে জয়নাল আবেদীন টুনু পিলার করিয়া দোকান নির্মাণ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করেছেন ভ্র্যম্যমান আদালত। মঙ্গলবার সকালে নির্বাহী ম্যাজিষ্ট্রট আষিশ কুমার এই অভিযান পারিচালনা করেন। শীত মৌসুম হওয়ায় খালে পানি না থাকার সুযোগে সাড়ি সাড়ি পিলার নির্মাণের মাধ্যমে দোকান নির্মাণের চেষ্টা চলছে বলে এলাকাবাসীরা অভিযোগ ও অভিযোগের ভিত্তিতে সহকারী কমিশনার ভূমি পুলিশ প্রশাসন নিয়ে খালের উপর অবৈধ স্থাপনা গুলো ভেঙ্গে দিয়েছে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজেষ্ট্রেট বলেন, সরকারের ঘোষণা অনুযায়ী সরকারি খালের উপর কোনো প্রকার স্থাপনা নির্মাণ অবৈধ এবং আইনত দন্ডনীয় অপরাধ সারাদেশে অবৈধ স্থাপনা ভেঙ্গে দেয়ার ব্যপারে নির্দেশনা রয়েছে। ফলে আমরাও  খালের উপর অবৈধ স্থাপনা গুলো গুড়িয়ে দেয়া হয়েছে। এতে করে বর্ষা মৌসুমে এলাকার পানি নিস্কাশনে খুবই সমস্যায় পড়তে হবে বলে এলাকাবাসীরা মনে করেন। কেউ এ ধরণের অবৈধ স্থাপনা গড়ে তোললে তাদের বিরুদ্ধে অতিদ্রুত আইনী ব্যবস্থা নেয়া হবে।

এএইচ/কেএস

বাংলাদেশ সময়: ১৬:৩৮:২৫ ● ৫১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ