বামনায় আবাসনের ঘর হস্তান্তর

প্রথম পাতা » বরগুনা » বামনায় আবাসনের ঘর হস্তান্তর
শুক্রবার ● ৬ আগস্ট ২০২১


বামনায় আবাসনের ঘর হস্তান্তর

বামনা ( বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত উপহার হিসেবে বরিশাল বিভাগের ছয় জেলার ৪২টি উপজেলায় ১৩ হাজার ৭১৫ টি ঘর প্রথম পর্যায়এবং দ্বিতীয় পর্যায়ে আরও সাত হাজার ৬২৭টি পরিবারের জন্য গৃহ নির্মানের কাজ শেষ পর্যায়ে। ’জমি নেই-ঘর নেই’  প্রকল্পের মাধ্যমে দেশের প্রতিটি গৃহহীন অস্বচ্ছল মানুষের জন্য আবাসন সুবিধা সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উপহার হিসেবে সারাদেশের ন্যায় বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের লক্ষিপুরায় বৃহস্পতিবার বিকেলে নির্মিত ঘর গৃহহীন অস্বচ্ছল উপকারভোগী পরিবারের কাছে চাবি হস্তান্তর করেন বরগুনা ২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন।

এসময়  উপস্হিত ছিলেন ,  উপজেলা চেয়ারময়ান সাইতুল ইসলাম লিটু মৃধা, উপজেলা নিবাহী অফিসার বিবেক সরকার। অফিসার ইনচার্জ বশিরুল আলম, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার বুকাবুনিয়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সবুজ প্রমুখ।
উপকারভোগীরা  আবেগ আপ্লুত হয়ে পড়ে ও  দু’হাত তুলে  আল্লাহর কাছে প্রধান মন্ত্রীর দীর্ঘজীবী কামনা করে।


এইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:১৯:৩৭ ● ২৮৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ