গৌরনদীতে ড্রেজারে ভূ-গর্ভস্থ বালু উত্তোলণ!

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে ড্রেজারে ভূ-গর্ভস্থ বালু উত্তোলণ!
শুক্রবার ● ৬ আগস্ট ২০২১


গৌরনদীতে ড্রেজারে ভূ-গর্ভস্থ বালু উত্তোলণ!

গৌরনদী (বরিশাল)সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের হরহর গ্রামে ড্রেজার দিয়ে একটি ঘের থেকে অবৈধ ভাবে বালু উত্তোলণের অভিযোগ পাওয়া গেছে। এতে ঘের পাড়ের বসতবাড়ি ও আশপাশের স্থাপনা হুমকির মুখে পড়েছে।
বালু উত্তোণনকারীরা এলাকায় প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেননা। স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন, গত তিনদিন ধরে রুবেল হাওলাদার নামের এক ব্যক্তি বাণিজ্যিকভাবে হরহর গ্রামের শাহজাহান সরদার ও মিদুলের যৌথ ঘের থেকে ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছে। এতে শাহজাহান সরদার ও মিদুলের সম্মতি থাকলেও বালু উত্তোলণের ফলে ক্ষতির আশংকা করছেন ঘেরপারের বাসিন্দারা। ঘের থেকে ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলণ বন্ধে জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস জানান, খবর পেয়ে এসিল্যান্ডকে বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

বিকেএস/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৫৫:২১ ● ৩২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ