আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥
প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের অক্সিজেন সেবা দিতে যুবলীগের উদ্যোগে আমতলীতে বিনামুল্যে অক্সিজেন সেবা চালু করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ জিএম দেলওয়ার হোসেন ফাউন্ডেশন ও ইমরান হোম কেয়ারের সহযোগীয়তায় এ কর্মসুচী চালু করা হয়। শুক্রবার উপজেলা যুবলীগ সভাপতি জিএম ওসমানী হাসানের কার্যালয়ে এ কর্মসুচীর উদ্বোধন করেন উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক জাহিদ দেওয়ান।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদূর্ভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট স্থাপন হয়নি। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা আক্রান্ত রোগীদের সিলিন্ডার অক্সিজেন ব্যবহার করতে হয়। কিন্তু হাসপাতালের অক্সিজেন সিলিন্ডার অপ্রতুল। এতে রোগীদের প্রয়োজনী অক্সিজেন সেবা দিতে ব্যঘাত ঘটছে। এছাড়া বাসায় চিকিৎসারত রোগীদের অক্সিজেন চাহিদা থাকলেও অক্সিজেন সরবরাহ হচ্ছে না। এমন মুহুর্তে করোনায় আক্রান্ত রোগীদের সেবায় এই প্রথম আমতলী উপজেলা যুবলীগ বিনামুল্যে অক্সিজেন সেবার উদ্যোগ নেন। বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ জিএম দেলওয়ার হোসেন ফাউন্ডেশন ও ইমরান হোম কেয়ারের সহযোগীয়তায় এ কর্মসুচীর উদ্ধোধন করেন উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক জাহিদ দেওয়ান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, আমতলী সরকারী কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোঃ আবুল হোসেন বিশ^াস, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মোসাঃ শাহিনুর তালুকদার, এ্যাড. মোঃ আরিফ-উল হাসান আরিফ, হলদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান মিন্টু মল্লিক,আওয়ামীলীগ নেতা গাজী সামসুল হক, আমতলী পৌর যুবলীগ মহিলা বিষয়ক সম্পাদক জেসিকা গাজী, আমতলী প্রেসক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম, সাধারণ সম্পাদক নহু-উল আলম নবীন, আমতলী সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন,সাংবাদিক মোঃ হোসাইন আলী কাজী,হলদিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ কবির হাওলাদার, মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মাহবুবুর রহমান হিমু গাজী ও পৌর যুবলীগ সহ-সভাপতি মোঃ ফরহাদ, ও আব্দুল হালিম প্রমুখ। অক্সিজেন সার্ভিস দ্রুত পেতে পাঁচটি ০১৭১৬০৭৭৪৯৬, ০১৭২৫৪৪০৪৬০, ০১৭১৬১৩৯০৮৬, ০১৭৭২৫৮৫০৮৫, ০১৭৪০৮৫২৯৩২ হট লাইট নম্বর দেয়া হয়েছে।
আমতলী উপজেলা যুবলীগ সভাপতি জিএম ওসমানী হাসান বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের অক্সিজেন সেবা তাদের দোর গোড়ায় পৌছে দিতে উপজেলা যুবলীগের উদ্যোগে বিনামুল্যে অক্সিজেন সার্ভিস চালু করা হয়েছে। প্রয়োজনে রোগী ও রোগীর স্বজনরা হটলাইন নম্বরে ফোন দিলেই পৌছে যাবে অক্সিজেন সিলিন্ডারসহ প্রয়োজনীয় আসবাবপত্র।
এমএইচকে/এমআর