কাউখালীতে লকডাউনে বিয়ের আয়োজন, জরিমানা

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে লকডাউনে বিয়ের আয়োজন, জরিমানা
বুধবার ● ২৮ জুলাই ২০২১


কাউখালীতে লকডাউনে বিয়ের আয়োজন, জরিমানা

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে লকডাউনের মধ্যে বিয়ের আয়োজন করায় পিরোজপুরের কাউখালীর আশোয়া আমরাজুড়ি গ্রামে বর ও কনের বাবাকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৮জুলাই)দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাউখালীর সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন। কাউখালী থানা পুলিশ অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।
স্থানীয় ইউপি সদস্য আল-আমিন বলেন, আশোয়া আমরাজুড়ি গ্রামের মেয়ের সঙ্গে  পাশর্^বর্তী নেছারাবাদ উপজেরার সেহাঙ্গল গ্রামের ছেলের বিয়ে ঠিক হয়। বুধবার দুপুরে কনের বাবার বাড়িতে অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ে সম্পন্ন করা হচ্ছিলো। কনের বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।
সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথি বলেন, ঘটনাস্থলে গিয়ে বিয়ের অনুষ্ঠান বন্ধ করা হয়েছে। একই সঙ্গে লকডাউন অমান্য করে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করায় কনের বাবাকে এক হাজার টাকা এবং ছেলের বাবাকে দুই  হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:২৯:৩৭ ● ২৮২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ