কলাপাড়ায় প্রবল বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় প্রবল বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি
মঙ্গলবার ● ২৭ জুলাই ২০২১


কলাপাড়ায় প্রবল বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

প্রবল বৃষ্টিতে কলাপাড়ার জনজীবনে ভোগান্তি নেমে এসেছে। গ্রাম-শহর সর্বত্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। ডুবে গেছে কৃষকের বীজতলা। সবজি চাষীদেরও কপাল পুড়তে বসেছে। বৃষ্টিতে ডুবে গেছে ফলন ধরা সবজির ক্ষেত। সোমবার রাত থেকে মঙ্গলবার (২৭ জুলাই) সকাল পর্যন্ত বৃষ্টিতে নাকাল হয়ে পড়েছে মানুষ। কৃষকরা জানান, বৃষ্টির পানি ঠিকভাবে অপসারনে পর্যাপ্ত স্লুইসগেট থাকলে তা প্রভাবশালী একটি মহল সরকারি দলের নাম ব্যবহার করে নিয়ন্ত্রণ করছে। গেট আটকে মাছ ধরছে। খালে পর্যন্ত কোন মানুষের ঝাকি জাল দিয়েও মাছ ধরার সুযোগ নেই। বাঁধ দিয়ে খাল দখল করে করা হয়েছে মাছের ঘের।
কুমিরমারা গ্রামের চাষী সুলতান গাজী জানান, অধিকাংশ কৃষকের সবজির ক্ষেত ও আমন বীজতলা পানির নিচে রয়েছে। কুমিরমারা যুগীর দুই ভেন্টের স্লুইসগেট দিয়ে পানি নেমে কুল-কিনার হচ্ছে না। গেট ভাঙ্গা থাকায় অস্বাভাবিক জোয়ারে আবার নদীর পানি ঢুকছে। এছাড়া নিজকাটা ছয় ভেন্টের স্লুইসটির চারটি ভেন্ট (চুঙ্গা) বন্ধ করে দেয়ায় জলবদ্ধতা স্থায়ী দুর্ভোগে ফেলেছে কৃষককে। পানি উন্নয়ন বোর্ড এ স্লুইসটি মেরামত না করায় কৃষকের দূর্ভোগ চরমে পৌছেছে। কৃষক জাকীর হোসেন গাজী বলেন, ‘ কোলা (আমন আবাদেও ক্ষেত) সব পানিতে ধলা’। মঙ্গলবার দুপুর ১২ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় কলাপাড়ায় ১১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে খেপুপাড়া রাডার স্টেশন। উপজেলার ১২ টি ইউনিয়নের সব কয়টির একই দৃশ্য বিরাজ করছে।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৫৩:২৯ ● ২৯১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ