ছাতকে স্বাস্থ্যবিধি অমান্য করায় ৯ব্যক্তি প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ছাতকে স্বাস্থ্যবিধি অমান্য করায় ৯ব্যক্তি প্রতিষ্ঠানকে জরিমানা
সোমবার ● ২৬ জুলাই ২০২১


ছাতকে স্বাস্থ্যবিধি অমান্য করায় ৯ ব্যক্তি প্রতিষ্ঠানকে জরিমানা

ছাতক (সুনামগঞ্জ) সাগরকন্যা প্রতিনিধি॥

সুনামগঞ্জের ছাতকে লকডাউন কার্যকর করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (২৬ জুলাই) সকালে ছাতক শহর এবং বিকেলে গোবিন্দগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃইসলাম উদ্দিন। এসময়  স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্যকারী ব্যক্তি, ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৯ টি মামলার মাধ্যমে ১৩ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। এদিকে শহরে সতর্কতামূলক মাইকিং করতে দেখা গেছে পৌরসভার গঠিত করোনাকালীন স্বেচ্ছাসেবক টিমকে। গোবিন্দগঞ্জে সহকারী কমিশনার (ভূমি)’র সরকারি গাড়ি দেখে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে দু’টি যাত্রীবাহী অটোরিকশা। এসময় অটোরিকশার ধাক্কায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। অটোরিকশা থেকে ছিটকে পড়ে দু’যাত্রীও আহত হয়েছেন। অটোরিকশা দু’টি আটক করে গোবিন্দগঞ্জে বদর উদ্দিন আহমদের জিম্মায় রাখা হয়েছে।


এএমএল/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪৯:৫৬ ● ৩৬৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ