স্বাস্থ্য বিধির বালাই নেই-বাগেরহাটের কেবি বাজারে উপচে পড়া ভিড়

প্রথম পাতা » খুলনা » স্বাস্থ্য বিধির বালাই নেই-বাগেরহাটের কেবি বাজারে উপচে পড়া ভিড়
সোমবার ● ২৬ জুলাই ২০২১


বাগেরহাটের কেবি বাজারে উপচে পড়া ভিড়

বাগেরহাট সাগরকন্যা প্রতিনিধি॥

কঠোর লক ডাউনের চতুর্থ দিনে বাগেরহাট জেলার প্রধান মৎস্য অবতরণ কেন্দ্র কেবি বাজারের ক্রেতা সাধারনের মধ্যে স্বাস্থ্য বিধি মানার বালাই নাই । একই চিত্র দেখা গেছে কাঁচাবাজার ও আড়ৎ গুলোতেও। স্বাস্থ্য বিধি পুরাপুরি উপেক্ষিত সর্বক্ষেত্রে।  অধিকাংশ লোকের মুখে মাস্ক নেই । যা আছে তা সঠিক ভাবে ব্যাবহার করছেনা। মাস্ক ব্যাবহার নিয়ে দেখাচ্ছেন না না অজুহাত । দীর্ঘ দিন সাগরে মাছ ধরা বন্ধ থাকার পর শুরু হযেছে জেলেদের মাছধরা । সাগর থেকে মাছ ধরা ট্রলার গুলো সোমবার ভোর থেকেই ফিরতে শুরু করায় জম জমাট হযেছে এই কেবি বাজার ।

এএইচবি/এমআর

বাংলাদেশ সময়: ২০:১৭:৫৯ ● ৩৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ