গলাচিপায় বিধিনিষেধ অমান্য করায় ৩০জনকে জরিমানা

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় বিধিনিষেধ অমান্য করায় ৩০জনকে জরিমানা
শনিবার ● ২৪ জুলাই ২০২১


গলাচিপায় বিধিনিষেধ অমান্য করায় ৩০জনকে জরিমানা

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় পবিত্র ঈদুল আযহার সরকারি ছুটি শেষে মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে সরকার কর্তৃক ঘোষিত ১৪দিন কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে বিধিনিষেধ অমান্য করায় ৩০জনকে ৩৮হাজার ৭শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরসভাসহ উপজেলার চিকনিকান্দি ও রতনদীতালতলী ইউনিয়নে দুইটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ব্যবসায়ী ও পথচারিকে এ অর্থদন্ড দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার পাঁচ ব্যবসায়ী ও তিন পথচারিকে ১০হাজার ১শ’ টাকা জরিমানা করেন। এদিকে, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম দশ ব্যবসায়ী ও বার পথচারিকে ২৮হাজার ৬শ’ টাকা জরিমানা করেন।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৫:২৩ ● ২৬২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ