গোপালগঞ্জে বিআরডিবি’র ইউসিসিএ কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রথম পাতা » ঢাকা » গোপালগঞ্জে বিআরডিবি’র ইউসিসিএ কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
মঙ্গলবার ● ১৯ ফেব্রুয়ারী ২০১৯


বিআরডিবি’র ইউসিসিএ কর্মচারীদের মানববন্ধন
সাগরকন্যা গোপালগঞ্জ প্রতিনিধি ॥
গোপালগঞ্জে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাভূক্ত ইউসিসিএ কর্মচারীদেরকে রাজস্ব বাজেটভূক্ত করার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার সাড়ে ১২ টার দিকে গোপালগঞ্জ প্রেসকাবের সামনে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করে ইউসিসিএ কর্মচারীরা। মানববন্ধন শেষে তারা এ ব্যাপারে জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবরে একটি স্মারকলিপিও পেশ করে।
মানববন্ধন চলাকালে চাকুরী রাজস্ব বাজেটে স্থানান্তর, বকেয়া বেতন-ভাতা প্রদান ও অবসরকালীন সুযোগ-সুবিধা নিশ্চিতকরণসহ তিন দফা দাবীতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন গোপালগঞ্জে কর্মরত ইউসিসিএ কর্মচারীরা। তারা আরও জানান, দীর্ঘদিন বেতন ভাতা না পেয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন।

এইচবি/কেএস

বাংলাদেশ সময়: ১৪:০৬:০৫ ● ৩৯৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ