বাগেরহাটে ষাটগম্বুজ মসজিদে দু’টি ঈদের জামাত হবে

প্রথম পাতা » খুলনা » বাগেরহাটে ষাটগম্বুজ মসজিদে দু’টি ঈদের জামাত হবে
মঙ্গলবার ● ২০ জুলাই ২০২১


বাগেরহাটে ষাটগম্বুজ মসজিদে দু’টি ঈদের জামাত হবে

বাগেরহাট সাগরকন্যা প্রতিনিধি॥

 

বিশ^ ঐতিহ্য বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদে করোনা স্বাস্থ্য বিধি মেনে ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে স্বাস্থ্যবিধি এবং সমাজিক র্দূরত্ব বজায় রেখে এবার ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে।
প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭.৪৫ মিনিটে।  ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইট ষাটগম্বুজ মসজিদে ঈদের জামায়াতের মুসল্লীদের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃক্সখলা বাহিনীর বিপুল সংখক সদস্য নিয়োজিত থাকবে। বাগেরহাট প্রতœতত্ত্ব অধিদপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।
বাগেরহাট জাদুঘরের কাস্টোডিয়ান মোঃ জায়েদ বলেন, ষাটগম্বুজ মসজিদে ঈদুল আযহার দুটি জামাত অনুষ্ঠিত হবে। মসজিদ মুসল্লিদের প্রবেশ এর ক্ষেত্রে জায়নামাজ ও মাস্ক পড়ে প্রবেশ করতে হবে। মসজিদের প্রবেশ মুখে হ্যান্ড স্যানিটাইজারসহ প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী রাখা হবে।


এবি/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৫:১১ ● ৫০৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ