রাঙ্গাবালীতে ভাসমান মান্তা সম্প্রদায়কে ঈদ উপহার প্রদান

প্রথম পাতা » পটুয়াখালী » রাঙ্গাবালীতে ভাসমান মান্তা সম্প্রদায়কে ঈদ উপহার প্রদান
শুক্রবার ● ১৬ জুলাই ২০২১


রাঙ্গাবালীতে ভাসমান মান্তা সম্প্রদায়কে ঈদ উপহার প্রদান

রাঙ্গাবালী (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় জলেভেসে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করা   শতাধিক মান্তা সম্প্রদায়ের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের স্লুইস ঘাটে এ আয়োজন করা হয়।
ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের (বিপিএম বার-পিপিএম বার) প্রতিষ্ঠিত উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে অনগ্রসর মান্তা পরিবারের ১০৫টি পরিবারের শতাধিক নারী সদস্যকে ঈদ উপহার বিতরণ করা হয়। ওইসব পরিবারের হাতে এ ঈদ উপহার তুলে দেন রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান।
উপহার পাওয়া মান্তা সম্প্রদায়ের নারী আছমা বেগম, চন্দনা বিবি ও জরিনা বলেন, ‘নদীতে মাছ নেই, ডাঙায় কাজ নেই। করোনায় কর্মহীন হয়ে অসহায় দিন কাটছিল। এই মুহূর্তে ঈদ উপহার পেয়ে আনন্দিত।’
এ উপহার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চরমোন্তাজ ইউপি চেয়ারম্যান হানিফ মিয়া, চরমোন্তাজ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মমিনুল ইসলাম, মান্তাদের জন্য প্রতিষ্ঠিত শিশু বাগান প্রাক-প্রাথমিক বোট স্কুলের শিক্ষক আইয়ুব খান ও  এম আজাদ খান সাথী প্রমুখ।
উল্লেখ্য, এরআগেও  উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে এসব মান্তা পরিবারকে শীতবস্ত্র এবং ঈদুল ফিতর উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

কেএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৭:২৬:৩৭ ● ২৯৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ