চরফ্যাশনে চাঁদা না দেয়ায় ঔষধ ব্যবসায়ীকে অর্থদন্ডের অভিযোগ!

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে চাঁদা না দেয়ায় ঔষধ ব্যবসায়ীকে অর্থদন্ডের অভিযোগ!
বৃহস্পতিবার ● ১৫ জুলাই ২০২১


চরফ্যাশনে চাঁদা না দেয়ায় ঔষধ ব্যবসায়ীকে অর্থদন্ডের অভিযোগ!

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশনের চেয়ারম্যান বাজারের মিরাজ মেডিকেল হল’র মালিক মিজানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.মাহমুদুল হাসান এদন্ডাদেশ দেন। অভিযোগকারী চরফ্যাশন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর নুরুল আমিন এসময় উপস্থিত ছিলেন।
তবে মিরাজ মেডিকেল হল’র মালিক মিজান লিখিত অভিযোগে জানান, তারা সরকারের নিয়মনীতি মেনে ড্রাগ লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনা করছেন। ১০দিন আগে চরফ্যাশন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর নুরুল আমিন তার ফার্মেসীতে গিয়ে ১০হাজার টাকা চাঁদা দাবী করেন। করোনার কারণে ব্যবসায়ীক অবস্থা ভালো না জানিয়ে মিরাজ টাকা দিতে অস্বিকৃতি জানালে তিনি তাকে হুমকি ধমকি দিয়ে চলে আসেন। টাকা না দেয়ায় তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাকে এনে এ অর্থদন্ড করিয়েছেন। অভিযোগে তিনি আরো বলেন,চেয়ারম্যান বাজারে ড্রাগলাইসেন্স বিহীন বেশ কিছু ফার্মেসী থাকলেও কোনটিতে অভিযান না করে শুধু মাত্র  আমার ফার্মেসীতেই অভিযান চালানো হয়েছে। এটা স্যানেটারী ইন্সপেক্টর নুরুল আমিনের ক্ষোভের বহিপ্রকাশ।
এছাড়া আহাম্মদপুর গ্রামের নোমান জানান, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর নুরুল আমিন সরকারি চাকুরীজীবি হলেও সরকারি দায়িত্ব ফাঁকি দিয়ে দিনের বেশির ভাগ সময়  ব্যয় করছেন হজ্জে লোক নেয়া এবং জমি কেনা বেচার ব্যবসায়।
উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর নুরুল আমিন তার বিরুদ্ধে  আনিত অভিযোগ অস্বিকার করে বলেছেন, আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এমন অভিযোগ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন কুমার বসাক জানান, অফিসে তার নিয়মিত হাজিরা আছে। তবে হাজিরা দিয়ে দায়িত্ব অবহেলার বিষয়টি খতিয়ে দেখবো।


এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫৮:৪০ ● ৪৫৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ