কলাপাড়ায় মাছ ধরার হামলা পাল্টা হামলায় জখম-১৫

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় মাছ ধরার হামলা পাল্টা হামলায় জখম-১৫
বুধবার ● ১৪ জুলাই ২০২১


কলাপাড়ায় মাছ ধরার হামলা পাল্টা হামলায় জখম-১৫

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

কলাপাড়ায় স্লুইস খালের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ১৫ জন গুরুতর জখম হয়েছে। এদের মধ্যে নুর হোসেন তুহিন (৩০), রাব্বি হোসেন (১৬), রাসেল বয়াতী (৪৫), আলউদ্দিন হাওলদার (৮০), শামেজউদ্দিন (৬৫), মোঃ আফজাল (৪০), মোঃ নুর ইসলাম (৪০), নজরুল বয়াতীকে (৫০) আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়েছে। এর মধ্যে ছাত্রলীগের সাবেক ইউনিয়ন সভাপতি নুর হোসেন তুহিন ও রাব্বি হোসেনকে শঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেয়া হয়েছে। মঙ্গলবার শেষ বিকেলে উপজেলার মিঠাগঞ্জ গ্রামে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। বয়াতি বাড়ির কয়েকটি পরিবারের ওপর নারকীয় সশস্ত্র হামলা-তান্ডব চালানো হয়। এতে নারী-পুরুষ শিশু পর্যন্ত জখম হয়েছে। ঘটনার পর পর আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, স্লুইস সংযুক্ত খালে মাছ ধরার নিয়ন্ত্রণ নিয়ে পূর্ব বিরোধের জের ধরে আশিক তালুকদার গ্রুপ ও নুরুল ইসলাম গ্রুপ সশস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন গুরুতর জখম হয়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৮ জনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেন। কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এখন পর্যন্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় দুই গ্রুপের দুইটি মামলা দায়ের হয়েছে। তবে কেউ গ্রেফতার নেই। এ্ই দুই গ্রুপের সশস্ত্র হামলা পাল্টাহামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সবশেষ বয়াতী বাড়িতে মঙ্গলবার শেষ বিকেলে কামী বাহিনী বয়াতী বাড়িতে নারকীয় সশস্ত্র তান্ডব চালায়।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২৩:৩৫:১৭ ● ৪২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ