কাউখালীর নবনির্বাচিত দুই ইউপি চেয়ারম্যানের শপথ

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীর নবনির্বাচিত দুই ইউপি চেয়ারম্যানের শপথ
বুধবার ● ১৪ জুলাই ২০২১


কাউখালীর নবনির্বাচিত দুই ইউপি চেয়ারম্যানের শপথ

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীতে প্রথম দফায় নির্বাচিত ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জুলাই) দুপুরে কাউখালী উপজেলা পরিষদ সভাকক্ষে আমরাজুড়ি  ও কাউখালীর নবনির্বাচিত দুই ইউপি চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো.সাজ্জাদ হোসেন ।
যারা শপথ গ্রহণ করেছেন তারা হলেন আমরাজুড়ি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মো.জাহাঙ্গীর হোসেন,কাউখালী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো.মোস্তাফিজুর রহমান।
পরে সংরক্ষিত মহিলা এবং সাধারন সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মোছা.খালেদা খাতুন রেখা। শপথ গ্রহন অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো.সাজ্জাদ হোসেন,কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.খালেদা খাতুন রেখা, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বনি আমিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট একেএম আব্দুস শহীদ, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মো.জাহাঙ্গীর হোসেন, নবনির্বাচিত চেয়ারম্যান মো.মোস্তাফিজুর রহমান, ইউপি সদস্য আক্তারুন নেহার রেবা, ইউপি সদস্য রিয়াজুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভুমি) জান্নাত আরা তিথি।অনুষ্ঠানে রাজনৈতিক, জনপ্রতিনিধি এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি এ সময় নবনির্বাচিত চেয়ারম্যানদেরকে শপথ গ্রহণ করিয়ে ফুল দিয়ে বরণ করেন। এ সময় তিনি বলেন, সকল ইউপি চেয়ারম্যানদের সরকারি বিধি-বিধান মেনে জনকল্যাণে কাজ করার আহবান জানান। পাশাপাশি সরকারের প্রতিনিধি হিসেবে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দিক নির্দেশনা প্রদান করেন

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২৩:০৩:০৮ ● ৬০৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ