নেছারাবাদে কালীমন্দিরের প্রতিমা ভাংচুর, গ্রেফতার-১

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে কালীমন্দিরের প্রতিমা ভাংচুর, গ্রেফতার-১
মঙ্গলবার ● ১৩ জুলাই ২০২১


নেছারাবাদে কালীমন্দিরের প্রতিমা ভাংচুর, গ্রেফতার-১

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদের দক্ষিন চিলতলা বারোয়ারী কালী মন্দিরের ৩টি প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে পুলিশ স্থানীয় বড়ইবাড়ী এলাকার তৈয়বুর রহমান(৬৫) নামে একজনকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (১৩ জুলাই) সকালে কোন প্রকার উস্কানী বা কারন ছাড়াই প্রতিমাগুলো ভেঙ্গে পার্শবর্তী গনকপাড়া খালে ফেলে দেয়। একটি প্রতিমা খালের পাড়ে আটকে থাকলেও অন্য দুটি জোয়ারের পানিরতে ভেসে বলে জানা যায়। খবর পেয়ে নেছারাবাদ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রিয়াজ হোসেন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সোলায়মান ঘটনা স্থলে যান। মন্দির কমিটির সভাপতি বিষ্ণু পদ চক্রবর্তী অভিযোগ দিলে ঘটনার সাথে জড়িত বড়ই বাড়ী গ্রামের আব্দুস সোবাহানের ছেলে তৈয়বুর রহমানকে পুলিশ গ্রেফতার করে।
পুলিশ পরিদর্শক ( তদন্ত) মো. সোলায়মান
জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘটনার সাথে জড়িত থাকায় তৈয়বুর রহমানকে গ্রেফতার করা হয় এবং ঘটনার বিষয়ে মামলা রজু করা হয়েছে।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫৩:০২ ● ৩৪২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ