আমতলীতে করোনা আক্রান্তে চারজনের মৃত্যু

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে করোনা আক্রান্তে চারজনের মৃত্যু
মঙ্গলবার ● ১৩ জুলাই ২০২১


আমতলীতে করোনা আক্রান্তে চারজনের মৃত্যু

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার আমতলী উপজেলায় প্রাণঘাতী করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে।  চারজনের মধ্যে দুই জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, একজন বরগুনা জেনারেল হাসপাতালে ও একজন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে । মঙ্গলবার (১৩ জুলাই) স্বজনরা তাদের দাফন ও সৎকার সম্পন্ন করেছেন।
জানাগেছে, উপজেলার হলদিয়া গ্রামের মজনু মোল্লা করোনার উপসর্গ নিয়ে সোমবার দুপুরে এবং কড়াইতলা গ্রামের সুগন্ধা রানী আক্রান্ত হয়ে একইদিন আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে ভর্তি হয়। ওইদিন সন্ধ্যায় মজনু মোল্লা (৬৫) এবং রাতে সন্ধ্যা রানী (৪৫) মারা যান। নাচনাপাড়া গ্রামের লুৎফা বেগম শনিবার করোনায় আক্রান্ত হয়ে বরগুনা জেনারেল হাসপাতালের ভর্তি হয়। ওই হাসপাতালে সোমবার রাতে তার মৃত্যু হয়। আমতলী পৌর শহরের স্বর্নকার পট্টির রানু কর্মকার করোনা উপসর্গ নিয়ে রবিবার রাতে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। ওই হাসপাতালে সোমবার সন্ধ্যায় তিনি মারা যান। করোনায় আক্রান্ত চারজনকে স্বজনরা দাফন ও সৎকার  সম্পন্ন করা হয়েছে।
সুগন্ধা রানীর স্বামী শরৎ গোমস্তা বলেন, আমার স্ত্রীর সৎকার সম্পন্ন করেছি। আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুল মুনয়েম সাদ বলেন, করোনা ইউনিটি একজন বৃদ্ধ পুরুষ এবং এক নারী মারা গেছেন।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৩:৫৮ ● ৭৪৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ