নেছারাবাদে ইউএনও’র ফোননম্বর ক্লোন করে চাঁদা দাবি!

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে ইউএনও’র ফোননম্বর ক্লোন করে চাঁদা দাবি!
শনিবার ● ১০ জুলাই ২০২১


নেছারাবাদের ইউএনওর ফোন নাম্বার ক্লোন করে চাঁদা দাবি

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারেফ হোসেন এর মোবাইল নাম্বার ক্লোন করে চাঁদা দাবি করেছে একটি প্রতারক চক্র।
শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় ওই চক্রটি নির্বাহী কর্মকর্তার অফিসিয়াল মোবাইল ফোন নম্বরটি ক্লোন করে উপজেলার বলদিয়া ও দৈহারী ইউনিয়নের চেয়ারম্যানদের নিকট চাঁদা দাবি করে। দৈহারী ইউ পি চেয়ারম্যান প্রগতি মন্ডল জানান,  শুক্রবার সন্ধ্যার দিকে  ইউএনও এর নাম্বার থেকে তার ফোনে একটা কল আসে। কল রিসিভ করলেই ফোনের অপর প্রান্ত থেকে জেলা প্রশাসকের অফিসে উন্নয়ন বরাদ্ধ আসায় ১০ হাজার টাকা চাওয়া হয়। ফোনে আসা ওই কলের কণ্ঠস্বর ইউএনও এর নয় সন্দেহ হওয়ায় বিষয়টি তাৎক্ষনিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়। এ ব্যাপারে জানতে চাইলে ইউএনও মো.মোশারেফ হোসেন সাগরকন্যাকে বলেন তার অফিসিয়াল (০১৩২১১৩৪০২৮) মোবাইল ফোন নম্বরটি ক্লোন করে ইউ পি চেয়ারম্যানদের কাছে ফোন করে টাকা চাচ্ছে প্রতারক চক্রটি। বিষয়টি পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে।  কোন প্রকার টাকা পয়সা লেনদেন না করাসহ সকলকে সতর্ক থাকার অনুরোধ করেন তিনি।

আরএ/এমআর

 

বাংলাদেশ সময়: ২০:০৪:৩৬ ● ৩৯৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ