নাজিরপুরে বিষ প্রয়োগে ঘেরের মাছ নিধন!

প্রথম পাতা » পটুয়াখালী » নাজিরপুরে বিষ প্রয়োগে ঘেরের মাছ নিধন!
বৃহস্পতিবার ● ৮ জুলাই ২০২১


নাজিরপুরে বিষ প্রয়োগে ঘেরের মাছ নিধন!

নাজিরপুর(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নাজিরপুরে মাছের ঘেরে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে প্রায় মাছ ৫লাখ টাকার মাছ নিধন করেছে । ঘটনাটি ঘটেছে  উপজেলার সদর ইউনিয়নের  ছোট কুমারখালী  গ্রামে। ভুক্তভোগী খামারি  মো. মাসুম মোল্লা ওই গ্রামের বাবুল মোল্লার  ছেলে।
এ ঘটনায় বৃহস্পতিবার (৮ জুলাই) ভুক্তভোগী  ওই খামারী নাজিরপুর থানায় একটি  লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ ও ভুক্তভোগীর দেয়া তথ্য মতে  জানা গেছে,  স্থানীয় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রার্থীর পক্ষে কাজ না করার জের ধরে নির্বাচনের পর নৌকার কর্মী স্থানীয় সত্তার কবিরাজের ছেলে হাসমত কবিরাজ ও কার্তিক বেপারীর ছেলে সোনামুদ্দিন কবিরাজ ওই খামারীকে প্রায়ই গালাগালি সহ বিভিন্নভাবে হুমকী দিয়ে আসছে। গত বুধবার রাতের  কোন এক সময় ওই মাছের ঘেরে বিষ প্রয়োগ করে। এতে ঘেরের প্রতিটি দেড় থেকে দুই কেজি ওজনের এমন  প্রায় সাড়ে ৩ শত কার্প জাতীয় মাছ মরে নষ্ট হয়ে গেছে।  তিনি আরো জানান স্থানীয় বিভিন্ন এনজিও থেকে প্রায় ১০ লাখ টাকা ঋন নিয়ে ওই মাছ চাষ করেন। বৃহস্পতিবার  সকালে উঠে দেখেন ঘেরের বিভিন্ন স্থানে মাছ মরে ভেসে উঠছে।  সেখানে বিষাক্ত ঔষধ ছিটানো দেখতে পাই। এ ব্যাপারে জানতে নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি)  মো. আশ্রাফুজ্জামান  জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক আইনী ব্যবস্থা নেয়া হবে।

এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫৮:৫০ ● ৬৮৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ