নেছারাবাদে দুস্থ অসহায়দের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে দুস্থ অসহায়দের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ
বুধবার ● ৭ জুলাই ২০২১


নেছারাবাদে দুস্থ অসহায়দের মাঝে সোবাহিনীর ত্রাণ বিতরণ

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে সেনাবাহিনীর পক্ষ থেকে লকডাউনে আটকে পড়া অসহায় মানুষের মাঝে  ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৭ জুলাই) সকাল থেকে পৌর শহরের জগৎপট্টি বন্দর, জগন্নাথকাঠি বন্দরের ক্ষুদ্র ব্যবসায়ী ও পার্শবর্তী এলাকার অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ ২৬ হর্স এর পক্ষ থেকে মেজর শেখ মো. মুরাদ হোসেনের নেতৃত্বে সেনাসদস্যরা বাড়ী বাড়ী গিয়ে ওই ত্রাণ বিতরণ করেন। এসময় উপস্থিত থেকে সহায়তা করেন ইউএনও মো. মোশারেফ হোসেন, পিআইও মানস কুমার দাস ও দুই বন্দর কমিটির নেতৃবৃন্দ।
সেনাবাহিনীর পক্ষ থেকে দেয়া এক প্রেস রিলিজে উল্লেখ করা হয় অপারেশন ‘কভিড শিল্ড’ এর অওতায় বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের ২৬ হর্স পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলায় সেনা সদস্যদের রেশনের একটি বড় অংশ ত্রাণ হিসেবে বিতরণ করছেন। তারা ওই জেলার সর্বত্র মানুষের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সতর্কতা মুলক টহল পরিচালনা করছে। সেনাবাহিনী সরকারের দেওয়া শাটডাউন বাস্তবায়নে সদা প্রস্তুত।


আরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৫৫:৫৫ ● ৭৩৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ