নেছারাবাদে দখল মুক্ত হয়েছে সরকারি রেকর্ডিও খাল

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে দখল মুক্ত হয়েছে সরকারি রেকর্ডিও খাল
মঙ্গলবার ● ৬ জুলাই ২০২১


নেছারাবাদে দখল মুক্ত হয়েছে সরকারি রেকর্ডিও খাল

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি  পৌসরভার ৩নং ওয়ার্ডের ইসলাম হাজী বাড়ির উত্তর পাশের রেকর্ডিয় খালটি দখল মুক্ত করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকালে খালটি উদ্ধারে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) মো. বশির গাজী। ওই এলাকার সাবেক কাউন্সিলর আব্দুল মালেক খালটিতে বালু ভরাট করে দকল করে রাখে এবং একটি অংশ বিক্রি করে। স্থানীয় লোকজনের লিখিত অভিযোগে নির্বাহী ম্যাজিষ্ট্রেট বেদখল হওয়া খালটি উদ্ধার করেন।

এ বিষয় ইউনিয়ন তহসিলদার মো. আলতাফ হোসেন  বলেন, ৩নং ওয়ার্ডের ইসলাম হাজী বাড়ির উত্তর পাশের ২০০ ফুট খালটি সাবেক কাউন্সিলর মালেক মিয়া দখল করে রেখেছিলেন। এসিল্যান্ডে স্যারের নেতৃত্বে সরকারি সার্ভেয়ার নিয়ে মাপজোপ করে খালটি উদ্ধার করা হয়েছে।

উদ্ধার অভিযান কালে নেছারাবাদ সহকারী কমিশনার (ভূমি) মো. বশির গাজী জানান, উপজেলার শতাধিক খাল বিভিন্ন জায়গা থেকে দখল হচ্ছে। দখলকৃত খাল উদ্ধার করে এলাকার পরিবেশ ফিরিয়ে আনব। দখলদার যেই হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না। খাল উদ্ধারের অভিযান অব্যাহত আছে।


আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২০:১৯:২৬ ● ৯৭৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ